ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসি পরীক্ষা

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৮৩২ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৮৩২ জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ৮শ ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

কয়েক দফা পেছানোর পর শুক্রবার (০৭ নভেম্বর) প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান।



শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত চলে।
প্রথম দিনে জেএসসির বাংলা প্রথমপত্র এবং জেডিসির কোরান মজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, পরীক্ষার প্রথম দিনে কোনো ধরনের সমস্যা হয়নি। যথাসময়ে পরীক্ষা শুরু ও শেষ হয়েছে।

তিনি জানান, পঞ্চমবারের মতো অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় সিলেট বিভাগে ১১৮টি কেন্দ্রে ৯১১টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ১১ হাজার ৮৮০ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে অনিয়মিত ৫ হাজার ৫৬০ অংশ নেয়। নিয়মিত ১ লাখ ৬ হাজার ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। মোট ১ হাজার ৮৩২ জন অনুপস্থিত ছিল।

তিনি আরো জানান, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে। সে কারণে ২০১৩ সালের চেয়ে এ বছর কেন্দ্র সংখ্যা বেড়েছে ৬টি।

সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, জেএসসি ও জেডিসি পরীক্ষায় আগের যে কোনো বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আগের বছরের (২০১৩ সাল) চেয়ে এবার এ বোর্ডে জেএসসি পরীক্ষায় ১৪ হাজার পরীক্ষার্থী বেড়েছে।

এদের মধ্যে ছাত্রী সংখ্যা বেড়েছে রেকর্ড সংখ্যক। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা ৬২ হাজার ২শ ২৫ জন এবং ছাত্র সংখ্যা ৪৮ হাজার ৯শ ৮৬ জন।

আগের বছর (২০১৩ সাল) ছাত্র সংখ্যা ছিল ৪২ হাজার ৬শ ৫১ জন। এবার ছাত্র সংখ্যা ৪৮ হাজার ৯৮৬ জন। অর্থাৎ ৬ হাজার ৩শ ৩৫ জন ছাত্র বেড়েছে।

এছাড়া ওই বছর জেএসসিতে ৫৪ হাজার ৫শ ৫১ জন ছাত্রী অংশ নিলেও এবার ৬২ হাজার ২২৫ জন ছাত্রী পরীক্ষার অংশ নেয়। অর্থাৎ এবার ৭ হাজার ৬শ ৭৪ জন ছাত্রী বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।