ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশে শিক্ষার হার ও মান লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
দেশে শিক্ষার হার ও মান লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শামসুর রহমান শরীফ

ঢাকা: দেশে শিক্ষার হার ও মান উন্নয়ন নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

শুক্রবার (০৭ নভেম্বর) দুপুরে পাবনার এডওয়ার্ড কলেজের আবদুস সাত্তার মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ দাবি করেন।

পাবনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।  

মন্ত্রী বলেন, বিজ্ঞানমনস্ক আধুনিক প্রযুক্তি শিক্ষা বাংলাদেশকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। বাংলাদেশের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। আধুনিক শিক্ষা মানুষের মনকে বিজ্ঞানমনস্ক করে। দেশে শিক্ষার হার ও মান উন্নয়ন নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনায় মানুষের গণতান্ত্রিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়ে দেশকে উন্নয়নের স্রোতধারায় এগিয়ে নিচ্ছে।

মন্ত্রী শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান চর্চা ও অনুশীলনের মাধ্যমে সমাজের একজন আদর্শ এবং দক্ষ জনসম্পদে পরিণত হওয়ার পরামর্শ দেন।

এরপর মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও ৫১৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকার প্রাইজবন্ড বিতরণ করেন।

পাবনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহবায়ক ফজলে মজিদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সমাজসেবক ফজলে করিম, আজমল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।