ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে পরীক্ষার্থীদের যানবাহন হরতালের আওতামুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
সিলেটে পরীক্ষার্থীদের যানবাহন হরতালের আওতামুক্ত

সিলেট: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠেয় সোমবারের (১৭ নভেম্বর) জেএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের বহন করা সব ধরনের যানবাহন থাকবে হরতালের আওতামুক্ত।



রোববার (১৬) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পরীক্ষার্থীদের বহনকারী সব গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বাংলানিউজকে জানান হরতাল আহ্বানকারী ‘আমরা সিলেটবাসী’ সংগঠনের নেতা ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের বহনকারী সব ধরনের যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সোমবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে ‘আমরা সিলেটবাসী’ নামের একটি অরাজনৈতিক সংগঠন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ শেষে এ ঘোষণা দেয় সংগঠনটি।

সোমবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জেএসসির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসির বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।