ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২৭ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২৭ নভেম্বর

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

ক, খ, গ ও ঘ  ইউনিটে মেধা তালিকা থেকে ২৭ নভেম্বর ছাড়াও ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ভর্তি করা হবে।

অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ও ৩ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এসএম হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ক ইউনিটের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২২ নভেম্বর সকাল ১১টা থেকে ১২টা, সঙ্গীত বিভাগের  ২৩, ২৪, ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ২৩, ২৪, ২৫ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

হাফিজুর রহমান আরও জানান, কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা সংগীত, চারুকলা ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ভর্তি হতে আগ্রহী তাদের অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

ইংরেজি বিভাগে ভর্তির জন্য বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় ২৫ নম্বরের মধ্যে কমপক্ষে ১৫ নম্বর পেতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।