ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
গণবিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণবিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার ( ১৩ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে একশো মার্কের লিখিত পরীক্ষা ও বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ বিভাগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।



পরীক্ষার ফল শনিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শনিবার (১৪ মার্চ) থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে ০১ এপ্রিল পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাংলানিউজকে জানান, এবার ফার্মেসি ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেই সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

১৫ এপ্রিল নতুন ব্যাচের উদ্বোধনী ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।