ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
ময়মনসিংহের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: নিরাপদে ক্লাস ও পরীক্ষা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

শনিবার (১৪ মার্চ ) দুপুরে কলেজের সামনে এ মানববন্ধন  কর্মসূচি পালিত হয়।



নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যাপক মানিক লাল সাহা, শেখ আমজাদ আলী, রেজাউল কবীর, খন্দকার হাফিজুর রহমান, মো. হাফিজুর রহমান প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস না করে ক্লাস ও পরীক্ষা সকল রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখতে হবে। সামনে এইচএসসি এবং ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ না দেওয়া জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।