ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কৃষি গবেষণায় অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির শিক্ষক

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
কৃষি গবেষণায় অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির শিক্ষক

বাকৃবি: কৃষি গবেষণা ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ার সম্মানজনক ‘জন ডিলন ফেলোশিপ অ্যাওয়ার্ড’ লাভ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক অধ্যাপক ড. লুৎফুল হাসান।

সোমবার (১৬ মার্চ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট হাউসে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।



এ সময় অধ্যাপক ড. লুৎফুল হাসানের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।

অধ্যাপক ড. লুৎফুল হাসান ক্যানবেরা থেকে এক ইমেইলে বিষয়টি বাংলানিউজকে জানান।

অধ্যাপক ড. লুৎফুল হাসান বাকৃবির উদ্ভিদ প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাকৃবি রিসার্স সিস্টেমের (বাউরেস) বর্তমান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।