ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
রাজশাহীতে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু ছবি: ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীতে বুধবার (১ এপ্রিল) শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এবার ৬৯৮টি কলেজের এক লাখ ৭ হাজার ৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এর মধ্যে ছাত্র রয়েছে ৫৮ হাজার ৬৫ জন এবং ছাত্রী ৪৯ হাজার ২৫ জন।

১৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থী রয়েছে নয় জন। আর হাজতি পরীক্ষার্থীর সংখ্যা ১৯ জন।

এদিকে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ও রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল হায়াত নিউ গভ. ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, রাজনৈতিক অস্থিরতায় এসএসসি পরীক্ষার মতো শিক্ষার্থীদের এবার আর বিড়ম্বনায় পড়তে হবে না।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শামসুল কালাম আজাদ জানান, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৫৯০ জন। গত বছর (২০১৪) রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১১ হাজার ৬৮০ জন। তবে এবার পরীক্ষার্থী কমলেও কেন্দ্র বেড়েছে ২টি। গত বছর পরীক্ষা কেন্দ্র ছিল ১৮৩টি, এবার ১৮৫টি। গতবছর পাসের হার ছিল ৭৮.৫৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।