ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে নবনির্মিত ভবনে স্থান বরাদ্দের দাবিতে অবস্থান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
জাবিতে নবনির্মিত ভবনে স্থান বরাদ্দের দাবিতে অবস্থান ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ভবনে স্থান বরাদ্দের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সোয়া ১১টার দিকে বিভাগীয় চত্বর থেকে একটি মৌন মিছিল শুরু হয়ে উপাচার্যের অফিস ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা দেড় ঘণ্টাব্যপী অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে বিভাগের সভাপতি এন এম ফখরুদ্দিন, শিক্ষক এইচ এম সা’দৎ, এ কে এম রাশিদুল আলমসহ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত জায়গার অভাবে বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করা যাচ্ছে না। ফলে তারা নানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আগামী তিন কার্যদিবসের মধ্যে নবনির্মিত ওই ভবনের তৃতীয় তলায় পরিবেশ বিজ্ঞান বিভাগ হস্তান্তর করার দাবি জানান তারা।

পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি এন এম ফখরুদ্দিন বলেন, প্রশাসন বিভিন্ন সময় শুধু আশ্বাস দিয়েই আসছে। আমরা শনিবার (০৪ এপ্রিল) পর্যন্ত সময় দিয়েছি। আশা করছি এ সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু সমাধান পাবো।

দাবি আদায়ে শনিবার (০৪ এপ্রিল) মৌন মিছিল, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন ও উপাচার্যের অফিস প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

নবনির্মিত ওই ভবনে প্রথম তলায় ভূতাত্ত্বিক বিজ্ঞান, দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান বিভাগ রয়েছে।

তৃতীয় তলায় পরিবেশ বিজ্ঞান বিভাগ স্থানান্তরের কথা থাকলেও তা করা হচ্ছে না বলে জানান ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।