ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পদে ফিরছেন শাবি’র আন্দোলনকারী শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট ও শাবি সংবাদ দাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
পদে ফিরছেন শাবি’র আন্দোলনকারী শিক্ষকরা

সিলেট: শাবিপ্রবি’র ৩৭টি প্রশাসনিক পদে ফিরছেন পদত্যাগকারী শিক্ষকরা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আমিনুল ইসলাম ভূইয়া ছুটিতে যাওয়ার পর সরকার সমর্থিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ৩৫জন শিক্ষক স্ব-স্ব পদে দ্বায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন।



তবে আমিনুল হক পদত্যাগ না করা পর্যন্ত তারা পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

শুক্রবার সকালে ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে পদত্যাগকারী শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ভিসির দীর্ঘ ছুটিকে আন্দোলনের প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন ড. সৈয়দ সামসুল আলম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা রক্ষার্থে পদত্যাগকারী শিক্ষকরা স্ব-স্ব পদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভিসি পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষকরা পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না শিক্ষকরা।

ভারপ্রাপ্ত ভিসি ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানান, পদত্যাগকারী শিক্ষকদের স্ব-স্ব পদে দায়িত্ব পালনের কথা বলা হলে তারা ভিসির পদত্যাগ দাবি করেছেন। ফলে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।