ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বোর্ডে ষষ্ঠ ও জেলায় শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বোর্ডে ষষ্ঠ ও জেলায় শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ

পাবনা: এবারের এসএসসি পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজ জেলার শীর্ষে এবং রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। এ জেলায় মোট পাসের হার ৯৫.৭২ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮ জন।



পাবনা জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১৭০ জন। পাস করেছেন ১৬ হাজার ৪৩৬ জন।

জেলার শীর্ষ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান হলো- প্রথম স্থানে থাকা পাবনা ক্যাডেট কলেজের ৪৮ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। ২য় স্থানে থাকা পাবনা জিলা স্কুলে মোট পরীক্ষার্থী ২৫২ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ শিক্ষার্থী। ৩য় পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৫৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন। ৪র্থ স্থানে থাকা বেড়া আল হেরা একাডেমিতে মোট পরীক্ষার্থী ১১৬ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। ৫ম ঈশ্বরদী ইক্ষু গবেষণা হাইস্কুল। এ স্কুলের মোট পরীক্ষার্থী ৫০ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।  

৬ষ্ঠ স্থানে রয়েছে সাঁড়া মারোয়ারী হাইস্কুল। এর মোট পরীক্ষার্থী ১৪৪ জন, আর  জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। ৭ম চাটমোহর সেন্ট রিটার্স হাইস্কুলের মোট পরীক্ষার্থী ১৫০ জন, আর জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। ৮ম স্থান বেড়া হরিনাথপুর মডেল হাইস্কুলের মোট পরীক্ষার্থী ৫৮ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। ৯ম স্থানে থাকা ঈশ্বরদী পেপার মিলস হাইস্কুল মোট পরীক্ষার্থী ১৪৪ জন, আর জিপিএ-৫ পেয়েছে ৫০ জন এবং ১০ম স্থানে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের মোট পরীক্ষার্থী ৫৭ জন, আর জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।