ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চান্দিনায় পাসের হার ৯১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
চান্দিনায় পাসের হার ৯১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা(কুমিল্লা): এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লার চান্দিনা উপজেলার ৩৩টি উচ্চ বিদ্যালয়ে পাসের হার শতকরা ৯১।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল প্রকাশ ও কেন্দ্র সচিবদের হাতে ফলাফল তুলে দেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।



চান্দিনা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর ২ হাজার ৬৪০জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ২১৪ জন। আর কৃতকার্য হয়েছে ২হাজার ৪০৬জন শিক্ষার্থী।

৩৩টি বিদ্যালয়ের মধ্যে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৯ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া ৮টি বিদ্যালয় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।