ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব সেবা এখন অনলাইনে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ১, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব সেবা এখন অনলাইনে

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সব ধরনের সেবা নিতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরীক্ষা বিষয়ক কার্যক্রম, নতুন কলেজ অধিভুক্তি বিষয়ক বিভিন্ন সেবা নিতে আর জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে আসতে হবে না।



সোমবার (১ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর’র পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন, ভর্তি বাতিল, রেজিস্ট্রেশন কার্ড সংশোধন, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন, প্রবেশপত্র সংশোধন, ডুপ্লিকেট প্রবেশপত্র উত্তোলন, নতুন কলেজের অধিভুক্তি এবং অধিভুক্ত কলেজের নবায়নসহ সব কাজ অনলাইনের মাধ্যমেই সমাধান করা যাবে।

এসব সেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এর সার্ভিস মেনু থকে পওয়া যাবে বলে ওই বার্তায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ০১, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।