ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মিলান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাবির শিক্ষা-গবেষণার চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ৮, ২০১৫
মিলান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাবির শিক্ষা-গবেষণার চুক্তি সংগৃহীত

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক শিক্ষা ও সহযোগিতার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় জাবির জীববিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলজি ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-গবেষকগণ মিলান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

চুক্তিতে মিলান বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেক্টর অধ্যাপক জিয়ানলুকা ভাগো ও জাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় মিলান বিশ্ববিদ্যালয়ের দুইজন গবেষক ড. মাসিনো পাজোরো ও পিএইচডি গবেষক ইলিনা মারটিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেছেন। গত শনিবার (০৬ জুন) তারা উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবদুল জববার হাওলাদার, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আবদুস ছালাম, ড. কবিরুল বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
পিআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।