ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পে-স্কেল বাতিল দাবিতে বাকৃবিতে শিক্ষকদের ধর্মঘট

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ৮, ২০১৫
পে-স্কেল বাতিল দাবিতে বাকৃবিতে শিক্ষকদের ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামো বাতিল ও পুনর্নির্ধারণের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।

সোমবার (০৮ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষকরা।

 

বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সৈয়দ সাখাওয়াত হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ প্রমুখ।

এছা‍ড়া বিভিন্ন অনুষদের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারারসহ প্রায় শতাধিক শিক্ষক এতে অংশ নেন।

অবস্থান ধর্মঘটে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বলেন, প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামোতে আমাদের অপমান করা হয়েছে। অবিলম্বে এ বেতন কাঠামো বাতিল করে শিক্ষকদের পদমর্যাদা পুনর্নির্ধারণের জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।