ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বসুন্ধরা সিটিতে শুরু হলো ইন্ডিয়ান শিক্ষা মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
বসুন্ধরা সিটিতে শুরু হলো ইন্ডিয়ান শিক্ষা মেলা ছবি: দীপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বসুন্ধরা সিটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ইন্ডিয়ান শিক্ষা মেলা ‘স্টাডি ইন ইন্ডিয়া’।
 
শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ এ মেলার উদ্বোধন করেন।

এরপর তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন।

এটুজেড স্টাডি’র সহযোগিতায় মেলাটির আয়োজন করে অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড। এটি তাদের তৃতীয় আয়োজন। গত ৯ ও ১০ জুন চট্টগ্রামেও একটি শিক্ষা মেলার আয়োজন করে তারা।

বসুন্ধরা সিটির লেবেল-১৮ তে আয়োজিত ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলায় মোট ২৫টি বিশ্ববিদ্যালয় এবং তিনটি স্কুল অংশ নিয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর বেশিভাগই কলকাতা, ব্যাঙ্গালোর ও দিল্লিতে অবস্থিত। এগুলোর মধ্যে রয়েছে অমিতি ইউনিভার্সিটি- কলকাতা, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি-পাঞ্জাব, সারদা ইউনিভার্সিটি-দিল্লি এসিআর, এসআরএম ইউনিভার্সিটি-চেন্নাই, এইমস ইনস্টিটিউট-ব্যাঙ্গালোর, দয়ানন্দ সাগর ইউনিভার্সিটি-ব্যাঙ্গালোর, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-ব্যাঙ্গালোর, আইসিএফএআই ইউনিভার্সিটি-ত্রিপুরা, অ্যালায়েন্স ইউনিভার্সিটি-ব্যাঙ্গালোর, গ্রাফিক এরা ইউনিভার্সিটি-দেরাদুন, এডামাস ইউনিভার্সিটি-কলকাতা, সিটি গ্রুপ অব ইনস্টিটিউশনস, ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-কলকাতা, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-জয়পুর, এনএসএইচএম গ্রুপ অব ইনস্টিটিউশনস-কলকাতা অ্যান্ড দূর্গাপুর, জেজেটি ইউনিভার্সিটি-রাজস্থান, রাজলক্ষ্মী স্কুল অব বিজনেস-চেন্নাই।

এছাড়াও হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্টসিয়াল স্কুল-শিলিগুড়ি, দ্যা সাগর স্কুল কো-এডুকেশনাল বোর্ডিং-রাজস্থান, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল-ব্যাঙ্গালোর মেলায় স্টল নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের স্টল ঘুরে জানা গেছে, প্রায় প্রত্যেকেই মেরিটের ভিত্তিতে বৃত্তি দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ৫০ শতাংশ বৃত্তিতেও ভর্তি নেবে। তবে মেলায় বিশ্ববিদ্যালয়গুলো কেবল ভর্তির আবেদন নিচ্ছে। পরর্তীতে যোগ্যতার ভিত্তিতেই আবেদনকারীর ভর্তি নেবে। কোনো ইউনিভার্সিটি আবার ভর্তি পরীক্ষাও নেবে। তারা আইটি, ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল, ডেন্টাল, নার্সিং, বায়োটেকনোলজি, ফার্মাসি, এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, জার্নালিজম, আরকিটেকচারসহ ২০টির মতো কোর্সে শিক্ষার্থী ভর্তি করছে। স্কুলগুলোতে স্পট ভর্তি বা স্পট কাউন্সিলিং-এর সুযোগ রেখেছে।

এসব স্টলগুলোর মধ্যে লালভি প্রফেশনাল ইউনিভার্সিটি’র স্টলে শিক্ষার্থীদের ভিড় বেশি দেখা গেছে। বলা হয়, ইন্ডিয়াতে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এটি সবচেয়ে বড়। প্রচারেও এই প্রতিষ্ঠানটি এগিয়ে রয়েছে। আর এজন্যই খোঁজ-খরব নিচ্ছেন বলে জানালেন শিক্ষার্থী জাহিদুর রহমান।

জাহিদুর এবার রাজধানীর নটর ডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। কিছুদিন পরই পরীক্ষার ফল বেরুবে। তাই ভারতীয় কোন বিশ্ববিদ্যালয়ে কেমন খরচ এবং ভর্তি প্রক্রিয়া কেমন, তা জানতে এসেছেন।

প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে।

মেলার আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক বিবেক শোক্লা মনে করছেন, ঢাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আনেক বেশি হবে। কেননা, চট্টগ্রামে তারা ভালো সাড়া পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।