ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কলেজে ভর্তি আবেদনের সুযোগ ২১ জুন পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
কলেজে ভর্তি আবেদনের সুযোগ ২১ জুন পর্যন্ত ছবি: সংগৃহীত

ঢাকা: একাদশ শ্রেণিতে অনলাইন ও এসেএমএস‘র মাধ্যমে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সাব কমিটি চেয়ারম্যানের নির্দেশক্রমে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।



পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার(১৮ জুন’২০১৫) আবেদন করার শেষ দিন ছিল।

এর আগে শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন রাজধানীর ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ভূইয়া।

বুধবার বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সময়সীমা বৃদ্ধির কারণে দেশের হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।