ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে নৃবিজ্ঞান সপ্তাহ সম্পন্ন

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
কুবিতে নৃবিজ্ঞান সপ্তাহ সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ‘নৃবিজ্ঞান সপ্তাহ’ সম্পন্ন হয়েছে।
 
বুধবার ( ১৭ জুন)  সন্ধ্যায় বিভাগের প্রধান ও অ্যানথ্রোপলোজি সোসাইটির সভাপতি মো. আইনুল হকের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন কুবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ ও বিশেষ অতিথি ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মাসুদা কামাল।
অনুষ্ঠানে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাজহারুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অ্যানথ্রোপলোজি সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. খাইরুল  ইমদাদ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে জমকালো আয়োজনে মধ্য দিয়ে নৃবিজ্ঞান বিভাগের বাৎসরিক এ উৎসব অনুষ্ঠিত হয়।

সবশেষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।