ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মানিকগঞ্জে কলেজছাত্রের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
মানিকগঞ্জে কলেজছাত্রের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইকবাল মঈজকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সবুজ আহমেদসহ তার বন্ধুরা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।



সবুজ আহমেদ মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের চান্দিরচর গ্রামের মহিদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে কলেজ অধ্যক্ষ ইসলামের ইতিহাস বিভাগের প্রধান বসির উদ্দিনকে সঙ্গে নিয়ে শ্রেণীকক্ষ পরির্দশন করছিলেন। এসময় এইচ এস সি পরীক্ষার্থী সবুজ আহমেদ তার কয়েকজন বন্ধুদের নিয়ে একটি শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা করছিলেন।

পরে কলেজ অধ্যক্ষ তাদের শাসন করতে গেলে সবুজ ও বন্ধুরা তার ওপর চড়াও হয় এবং এক পর্যায়ে তারা অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজসহ তার বন্ধুদের আটকের চেষ্টা চলছে। এব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।