ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কলেজ ভর্তিতে মনোনীতদের তালিকা ২৫ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
কলেজ ভর্তিতে মনোনীতদের তালিকা ২৫ জুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: একাদশ শ্রেণিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। আগামী ২৫ জুন মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।



গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে এ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল রোববার (২১ জুন) রাত ১১টা ৫৯ মিনিট।

ঢাকা শিক্ষাবোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে তিন লাখ ৬৯ হাজার। সংশ্লিষ্ট শিক্ষা বের্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আগামী ২৫ জুন ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

তালিকা প্রকাশ হওয়ার আগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।