ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহে পিবিএম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
ঝিনাইদহে পিবিএম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে মাধ্যমিক বিদ্যালয়ে পারফরমেন্স বেসড ম্যানেজমেন্ট সিস্টেম (পিবিএম) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (২৮ জুন) দুপুরে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।



ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান, ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহিউদ্দিন প্রমুখ।

কর্মশালায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ ১৭০ জন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।