ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এরশাদের বক্তব্যে জাবি উপাচার্যের নিন্দা ও ক্ষোভ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এরশাদের বক্তব্যে জাবি উপাচার্যের নিন্দা ও ক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় সংসদ অধিবেশনে সোমবার (২৯ জুন) দেওয়া এক বক্তব্যে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত নারীদের ‘শোপিস’ হিসেবে অভিহিত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) এক বিবৃতিতে জাবি উপাচার্য এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।



বিবৃতিতে উপাচার্য বলেন, ‘সাবেক একজন রাষ্ট্রপতি এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা একজন ব্যক্তির পক্ষে সম্মানিত নারীদের সম্পর্কে এ ধরনের মন্তব্য অসংসদীয় আচরণকেই প্রকাশ করেছে। তার এ মন্তব্য নারী সমাজকে অসম্মানিত করেছে। ’

হুসেইন মুহাম্মদ এরশাদের এ অশোভন বক্তব্যের জন্য দেশের নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবিও জানান উপাচার্য ড. ফারজানা ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।