ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি প্রেসক্লাবের নির্বাচন

সভাপতি মামুন, সাধারণ সম্পাদক সাইফুল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
সভাপতি মামুন, সাধারণ সম্পাদক সাইফুল সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজ

ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠন প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সাইফুল ইসলাম রাজ।



বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রেসকর্নারে ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১০টা পর্যন্ত। পরে সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ লাবলু ও সাবেক সভাপতি আলতাফ হোসেন।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, জনসংযোগ অফিসের পরিচালক সাকলায়েন আহম্মেদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মিজু ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাস প্রমুখ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি জাহিদুল ইসলাম (আজকের আলা), যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল (বাংলানিউজ), দপ্তর সম্পাদক ইকবাল হোসেন রুদ্র (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ শাহ আলম (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), প্রচার সম্পাদক শাহাদাত তিমির ( বাংলামেইল ), ক্রীড়া সম্পাদক রাফসান জনি (বাংলাদেশ বার্তা), সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক আসিফ খান (ক্যাম্পাস নিউজ) ও রাসেদুল ইসলাম ও ফেরদাউসুর রহমান সোহগ কার্যনির্বাহী সদস্য।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ইবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, ইবি ছাত্রলীগ, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব, কুষ্টিয়া টিভি জানালিস্ট অ্যাসোসিয়েশন, ফটোগ্রাফি সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।