ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শুক্র-শনিবারও একাদশে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
শুক্র-শনিবারও একাদশে ভর্তি

ঢাকা: একাদশ শ্রেণিতে প্রথম দফায় ভর্তির সময় শেষ হলেও সাপ্তাহিক ছুটির দিনে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তি করাতে পারবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, বৃহস্পতিবার ভর্তির সময় শেষ হয়েছে।

প্রথম মেধা তালিকায় যাদের নাম আছে তারা শুক্র (০৩ জুলাই) ও শনিবার (০৪ জুলাই) ভর্তি হতে পারবেন।

এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, অনলাইনে ভর্তির অভিজ্ঞতা নতুন। এতে কিছু সমস্যা হয়েছে। আশা করছি খুব শিগগিরই সব সমস্যার সমাধান হবে। সব শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

কারিগরি জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের তিন দিন পর গত ২৮ জুন মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফায় ভর্তির জন্য ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

গত ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত কলেজে ভর্তির সময় বেঁধে দেওয়া হলেও অনলাইন ভর্তি প্রক্রিয়ায় নানা জটিলতা দেখা দেয়। এতে কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি ভর্তিচ্ছুরাও চরম বিপাকে পড়ায় ভর্তির সময় বাড়ালো আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি বলেন, ভর্তিতে যেসব সমস্যা দেখা দিয়েছিল তা প্রায় সমাধান হয়ে গেছে। দ্বিতীয় মেধা তালিকা প্রণয়ন থেকে এসব সমস্যা থাকবে না।

আগামী ৬ জুলাই (সোমবার) দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। আবেদন করেও প্রথম তালিকায় যাদের নাম আসেনি এবং মেধা তালিকায় নাম আসার পরেও যারা ভর্তি হয়নি তারা ফি ছাড়াই আগামী ৯ ও ১০ জুলাই ফের আবেদন করতে পারবেন।

এদিকে প্রথম দফায় কোন কলেজে কতোজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ৪ জুলাইয়ের মধ্যে তা অনলাইনে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০২,১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।