ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

টিউশন ফি’র মূসক বন্ধের দাবিতে ছাত্রফ্রন্টের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
টিউশন ফি’র মূসক বন্ধের দাবিতে ছাত্রফ্রন্টের মিছিল ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে মূসক (মূল্য সংযোজন কর) প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

রোববার (০৫ জুলাই) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করে তারা অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে সচিবালয়ের দিকে রওনা দেয়।


মিছিলটি সচিবালয়ের কাছে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় ওই স্থানে দাঁড়িয়েই মিছিলকারীরা স্লোগান দিতে থাকে।

ছাত্রফ্রন্টের সভাপতি জনাতুন দত্ত নান্টু ও সাধারণ সম্পাদক ইমরান হালিম রুমনের নেতৃত্বে মিছিলে ছাত্রফ্রন্ট নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এজেডকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।