ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষায় ভ্যাট কেন?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
শিক্ষায় ভ্যাট কেন? ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘শিক্ষা কি পণ্য? এ খাতে ভ্যাট কেন নির্ধারণ করছে সরকার?’- এসব প্রশ্ন রেখে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)।
 
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।


 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ওপর আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা জড়ো হন।
 
সংগঠনের সভাপতি পাপ্পু দিও বলেন, শিক্ষাকে এ সরকার কি পণ্য ভাবছে? কেন এ ভ্যাট আরোপ? শিক্ষার্থীরা কেন কর দিয়ে পড়বে। এভাবে শিক্ষায় নিরুৎসাহিত করা হচ্ছে সবাইকে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাদ দিতে হবে।
 
সাধারণ সম্পাদক অলীক মৃ বলেন, এত বিশাল বাজেট দেওয়া হয়েছে। অথচ শিক্ষা খাতে কেন অবহেলা? শিক্ষা কি পণ্য? শিক্ষার্থীরা কি এটি কেনার সময় কর দেবে? কোন চিন্তা থেকে এ ব্যবস্থা নিচ্ছে সরকার? দেশের শিক্ষাখাতের অগ্রগতি রুখতে না চাইলে অবশ্যই এ সিদ্ধান্ত থেকে সরতে সরকারের প্রতি দাবি জানাই আমরা।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসকেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।