ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের শেষ দিন মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের শেষ দিন মঙ্গলবার

ঢাকা: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ ও শেষ দফায় আবেদনের দিন শেষ হচ্ছে মঙ্গলবার(২১ জুলাই)।

গত ১৩ জুলাই থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কলেজ ভর্তির জন্য এসএমএস এবং অনলাইনে আবেদন করেছেন ৭৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী।



ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চতুর্থ তালিকার জন্য আবেদন করা যাবে।  

‘যারা এর আগে কখনো আবেদন করেনি অথবা যারা কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি অথবা যারা কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে অথচ ভর্তি হতে পারেনি তারা এই ধাপে আবেদন করতে পারবেন। ’

কলেজ ভর্তি ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) বলা হয়েছে, যারাএর আগে ভর্তির আবেদন ফি দিয়েছে, তাদের এই ধাপে নতুন করে ফি প্রদান করতে হবে না। অন্যদের অবশ্যই টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ১৫০ টাকা ফি প্রদান করতে হবে।

চতুর্থ ধাপের ফলাফল আগামী ২৩ জুলাই প্রকাশ করা হবে এবং ২৫-২৬ জুলাই তাদের ভর্তি হতে হবে বলে জানিয়েছেন কলেজ পরিদর্শক।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারা দেশে অনলাইন ও এসএমএসে আবেদন করার নতুন নিয়ম চালু করে শিক্ষা মন্ত্রণালয়।

কিন্তু অনলাইন প্রক্রিয়ায় কারিগরি জটিলতার মধ্যে নির্ধারিত সময়ের তিন দিন পর গত ২৮ জুন মধ্যরাতে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হয় ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন।

গত ৬ জুন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়, যাতে মনোনীত হয় ১৭ হাজার ৬৪৭ জন।

আর তৃতীয় তালিকায় প্রকাশ করা হয় গত ১১ জুলাই, এতে স্থান পায় এক লাখ আট হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।

তিন দফায় শিক্ষার্থীদের অনেকেই ‘ভুল’ বিভাগ ও কলেজে মনোনয়ন পেয়েছে, এতে সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমআইএইচ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।