ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু বাংলাদেশ ও স্বাধীনতার অবিচ্ছেদ্য সত্তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বঙ্গবন্ধু বাংলাদেশ ও স্বাধীনতার অবিচ্ছেদ্য সত্তা বাংলাদেশ ব্যাংক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ ও স্বাধীনতার এক অবিচ্ছেদ্য সত্তা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ক কলেজ শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, বাঙালির হাজার বছরের জাতীয় মুক্তির আন্দোলন, সংগ্রাম ও স্বপ্ন বুকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের কাঙিক্ষত স্বাধীনতা এনে দিয়েছেন। তাই তিনিই বাংলাদেশ ও আমাদের স্বাধীনতার এক ও অবিচ্ছেদ্য সত্তা।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কলেজের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২০ জন শিক্ষক অংশ নেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ কোর্স উপদেষ্টা হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।