ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ডে পাস ৭০ দশমিক ৪৩ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
দিনাজপুর শিক্ষাবোর্ডে পাস ৭০ দশমিক ৪৩ শতাংশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ।

রোববার (০৯ আগস্ট) দুপুর ১টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।



এ বছর দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮৮ হাজার ৯৮৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে  ৬২ হাজার ৬৭১ জন।

এদিকে, এ শিক্ষাবোর্ডে ছাত্রদের তুলনায় ছাত্রীদের গড় পাসের হার বেশি। ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ ও ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৪০ শতাংশ।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রী ৮৮৭ জন ও ছাত্র ১ হাজার ৫০৮ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বাংলানিউজকে বলেন, বিগত বছরের তুলনায় এবার ফলাফল তুলনামূলক ভাল হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। প্রথমবারের মতো গণিতে সৃজনশীল পরীক্ষা ও এক বোর্ডের প্রশ্নপত্র দিয়ে অন্য বোর্ডের পরীক্ষা নেওয়ায় ফলাফল কিছুটা খারাপ হয়েছে।

তিনি আরো জানান, শহরে ৫০ ভাগ ও গ্রামাঞ্চলে ৩০ ভাগের কম পাসকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

ফলাফল ঘোষণার সময় দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ সচিব ড. আব্দুর রাজ্জাক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক হারুনুর রশদি মন্ডল, (মাধ্যমিক) মো. আরিফুল ইসলাম, উপ বিদ্যালয় পরিদর্শক মো. আলতাফ হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুরে শিক্ষাবোর্ডের অধীনে এবার সপ্তমবারের মতো এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৮২টি কেন্দ্রের মাধ্যমে ৮টি জেলার মোট ৫৮৪টি কলেজ পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।