ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাবির কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাবির কর্মসূচি

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, জাতির পিতাকে হত্যার মাধ্যমে খুনীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে চেয়েছিল। তাদের সে স্বপ্ন সাময়িক সফল হলেও জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন অর্জনের দ্বারপ্রান্তে।

জাবি আওয়ামী পরিবার আয়োজিত বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন।

অনুষ্ঠানে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের প্রমুখ।

কর্মসূচির প্রথম দিনে শনিবার (০১ আগস্ট) কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়া কর্মসূচিতে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, বঙ্গবন্ধুর ওপর প্রামান্যচিত্র, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক ৠালি, দোয়া মাহফিল, গণভোজ, ঘৃণা দিবস পালন ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দ্রুত বিচারের দাবিতে প্রতীকি অনশন, আলোকচিত্র প্রদর্শনী, ১৫ আগস্ট স্মরণে কবিতা উৎসব ইত্যাদি।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।