ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁস

ফেসবুকে প্রশ্নপত্র জালিয়াতির ঘটনায় ৩ শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
ফেসবুকে প্রশ্নপত্র জালিয়াতির ঘটনায় ৩ শিক্ষক গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: ফেসবুকে প্রশ্নপত্র জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত ৩ কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নাজমুল, হাসান ও কামরুল।

তারা রাজধানীর ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজের শিক্ষক।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

এর আগে ১৫ জুলাই রাজধানীর গোলাম মোস্তফা মডেল কলেজে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে প্রায় শতভাগ জিপিএ ৫ অর্জনের ঘটনায় ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত ৬ সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

এদের মধ্যে গ্রেফতারকৃত রায়হান ওরফে ড্র্যান ব্রাউনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্রে ধরেই ০২ আগস্ট রোববার এই তিন শিক্ষককে গ্রেফতার করা হয় বলেও জানিয়েছেন পুলিশের এ মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫/আপডেট: ১৪৩২ ঘণ্টা
জেডএফ/জেডএস

** প্রশ্ন ফাঁস করে পরীক্ষা, ৯৮% জিপিএ-৫! 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।