ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষামন্ত্রী বরাবর শাবিপ্রবি উপাচার্যের চিঠি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
শিক্ষামন্ত্রী বরাবর শাবিপ্রবি উপাচার্যের চিঠি

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) সচল রাখার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের যথাযথ পরামর্শ ও নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

মঙ্গলবার (০৪ আগস্ট) আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচী শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে তিনি এ নির্দেশনা চান।



চিঠিতে তিনি আন্দোলনকারী শিক্ষক কর্তৃক বিভিন্ন ধরনের হুমকি প্রদান এবং উপাচার্যের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেন।

এর আগে পদত্যাগের দাবিতে মঙ্গলবার (০৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুই ঘণ্টা উপাচার্যকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।