ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের হুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের হুমকি ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবিলম্বে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন দেশের প্রায় ৫ লাখ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুমকি দেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।



লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়কারী মো. আবুল কাশেম বলেন, ‘শিক্ষকদের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করবেন। তা না হলে বা বিলম্ব হলে জাতীয় বেতন স্কেল থেকে বাদ পড়া প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে এবং উদ্ভূত পরিস্থিতির জন্য এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে দায়ী করা যাবে না। ’

তিনি বলেন, প্রজাতন্ত্রের অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একযোগে বেতন-ভাতা কার্যকর করার দাবিতে শনিবার (০৮ আগস্ট) সারাদেশে জেলা সদর ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ড. নূর মোহাম্মদ তালুকদার, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও অধ্যাপক মো. জাহাঙ্গীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এসকেএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।