ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ড. শফিউল হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ড. শফিউল হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করে সমাজবিজ্ঞান বিভাগ।



মানববন্ধনে বিভাগের সভাপতি প্রফেসর ওয়ারদাতুল আকরামসহ সব শিক্ষক ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।