ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশিপ ট্রেনিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
বগুড়ায় অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় লাইট হাউজ ও বৃটিশ কাউন্সিল’র যৌথ উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের নিয়ে ৪ দিনব্যাপী অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশিপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে।
 
রোববার (০৯ আগস্ট) সকাল ১০টা থেকে লাইট হাউজের শহরের জহুরুল নগরে অবস্থিত প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ ট্রেনিংয়ের আয়োজন করা হয়।


 
লাইট হাউজের প্রধান নির্বাহী হারুন অর রশিদের সভাপতিত্বে ট্রেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শামস-উল-আলম।
 
এছাড়াও অনুষ্ঠানে আর্মড ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ত্বাইফ মামুন মজিদ, অ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম’র ফোকাল পারসন সাদিক আল হায়াতসহ অনেকে বক্তব্য রাখেন।
 
চারদিনের এ ট্রেনিংয়ে সরকারি আজিজুল হক কলেজের প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।