ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডের সেরা খুলনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
যশোর বোর্ডের সেরা খুলনা ফাইল ফটো

খুলনা: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সেরা ১০ এর তালিকায় এবার প্রথম স্থান অধিকার করেছে খুলনা জেলা।
 
প্রাপ্ত ফলে খুলনা জেলার ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এরমধ্যে ১২ হাজার ৫৭৩ জন পাস করেছে। পাসের হার শতকরা ৬০.৬৩ ভাগ।

এছাড়াও যথাক্রমে যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা সেরা ১০ এর তালিকায় স্থান পেয়েছে।

এদিকে খুলনা জেলা যশোর বোর্ডের মধ্যে সেরা হলেও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফলবিপর্যয় হওয়ায় কলেজগুলোতে শিক্ষার্থীদের কোনো উল্লাস করতে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।