ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনী গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ফেনী গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে ৷

এ প্রতিষ্ঠানের ৫১ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০ ছাত্রী।

ক্যাডেটদের আন্তরিক প্রচেষ্টা আর শিক্ষকদের পরিশ্রমের কারণে এমন ফলাফল সম্ভব হয়েছে বলে জানান, কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদ আহমেদ।



তিনি জানান, কলেজটি গতবার কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছিল। এবারও কুমিল্লা বোর্ডের শতভাগ পাস করা ৬ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এটি।

এদিকে, এবারও শতভাগ পাস নিয়ে ফেনীতে শীর্ষ অবস্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

এছাড়া জেলার অপর শীর্ষ প্রতিষ্ঠান ফেনী সরকারি  কলেজে এবার পাসের হার ৭৫ দশমিক ২৬। জেলার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে এক হাজার ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৮৬৪ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।