ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি

রাজশাহীতে পাসের হারে এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
রাজশাহীতে পাসের হারে এগিয়ে মেয়েরা

রাজশাহী: রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হারের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

মোট শিক্ষার্থীর ৮০ দশমিক ৬৭ শতাংশ ছাত্রী সব বিষয়ে পাস করেছে।

ছাত্র পাশের হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ।

অর্থা‍ৎ পাসের হারে ৫ দশমিক ৭৮ শতাংশ পিছিয়ে রয়েছে ছেলেরা। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে রাজশাহী বোর্ডে এগিয়ে আছে ছেলেরা।

এবার বোর্ডের ২ হাজার ৮৬৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। আর ২ হাজার ৩৮৫ জন ছাত্রী পেয়েছে জিপিএ-৫।
 
এর আগের বছরও পাসের হারে এগিয়ে ছিল মেয়েরা। গতবার মেয়েদের পাসের হার ছিল ৮১ দশমিক ১৮ শতাংশ। আর ছাত্র পাসের হার ৭৬ দশমিক ২৭ শতাংশ ছিল।

 
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে রোববার (০৯ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
 
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাস করেছে ৮১ হাজার ৩৩০ জন। এরমধ্যে ছাত্র পাসের হার ৭৪ দশমিক ৮৯ ও ছাত্রী পাসের হার ৮০ দশমিক ৬৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।