ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহে জিপিএ-৫ পেয়েছেন ২১১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ঝিনাইদহে জিপিএ-৫ পেয়েছেন ২১১ জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ঝিনাইদহ জেলার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

এদের মধ্যে পাস করেছেন ৬ হাজার ৯৯৫ জন।

এর মধ্যে ছেলে ৩ হাজার ৮৪৩ ও মেয়ে ৩ হাজার ১৫২ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ২১১ জন।

এইচএসসির ফলাফলে জেলায় পাসের হার শতকরা ৪৮ দশমিক ৩৯ শতাংশ।

ঝিনাইদহ জেলা প্রশাসকের সাধারণ শাখার ভারপ্রাপ্ত প্রধান সহকারী রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলায় এবার এইচএসসির জিপিএ-৫ পেয়েছেন ২১১ পরীক্ষার্থী।

এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১২৭ জন, শৈলকুপা উপজেলায় ১৭ জন, হরিণাকুণ্ডু উপজেলায় ৭ জন, কালীগঞ্জ উপজেলায় ১৭ জন, কোটচাদপুর উপজেলায় ৬ জন ও মহেশপুর উপজেলায় ২৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

এবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সামগ্রিক ফলাফলে পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ হলেও ঝিনাইদহ জেলায় পাসের পাসের হার ৪৮ দশমিক ৩৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।