ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে

কুমিল্লা: এবারের এইচএসসি ও  সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার গত বছরের তুলনায় কমে গেছে।

এবার কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৮০ শতাংশ।

গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ।

এদিকে, এই ফল বিপর্যয়ের কারণ নতুন সংযোজিত হওয়া আইসিটি বিষয়কে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বাংলানিউজকে জানান, নতুন বিষয় আইসিটি সর্ম্পকে শিক্ষার্থীরা এখনো বুঝে উঠতে পারেনি। এই বিষয়ে তারা  বেশি খারাপ করেছে। ফলে পাসের হার কমেছে। এছাড়া ইংরেজি বিষয়ের ফলাফলও একটু খারাপ হয়েছে।

এ বোর্ডে তিনটি বিভাগে মোট ৯৯ হাজার ৯৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৯ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে ছেলেদের পাসের হার ৫৯ দশমিক ৩১ শতাংশ ও মেয়েদের ৬০ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ১ হাজার ৪৫২ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৭৫৪ জন ও ছাত্রী ৬৯৮ জন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।