ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস বর্জন

গোপালগঞ্জ: ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল নির্ধারণ এবং অষ্টম বেতন কমিশন কর্তৃক প্রস্তাবিত নীতিমালা বাতিলসহ চার দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।



রোববার (১৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উন্মুক্ত প্রতিবাদ মঞ্চ তৈরি করে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষকরা।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।