ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে শিক্ষকদের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
ববিতে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে শিক্ষকদের ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণ ও স্বতন্ত্র কাঠামোর দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি  ‍শুরু করেন শিক্ষকরা।



এ সময় পূর্বঘোষিত বিভিন্ন অনুষদের পরীক্ষা বাদে সব ক্লাস তিন ঘণ্টার জন্য স্থগিতের কথা জানান তারা।

৬টি অনুষদের ১৮ বিভাগের অন্তত শতাধিক শিক্ষক এ কর্মসূচি অংশ নিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম।

তিনি বলেন, তাদের এ কর্মসূচি শুধু শিক্ষকদের ন্যায্য সম্মান ও স্বতন্ত্র বেতন কাঠামো আদায়ের জন্য।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।