ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে বাঁধন’র নানা কর্মসূচি

পবিপ্রবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
পবিপ্রবিতে বাঁধন’র নানা কর্মসূচি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’ এই  স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সপ্তাহব্যাপী নানা কর্মসূচি শুরু করেছে।

মঙ্গলবার  (২৫ আগস্ট) সংগঠনটির সভাপতি এ এস এম নাদিম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



কর্মূসিচর মধ্যে রয়েছে- র‌্যালি, ফ্রি ব্লাড গ্রুপিং, রক্তদাতাদের উৎসাহিত করা, শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং বিষয়ক প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠান।

নাদিম হোসেন বলেন, এই কর্মসূচির মধ্যদিয়ে ‘বাঁধন’ পরিবারের সাবেক সদস্যদের সঙ্গে সবার দেখা হয়। প্রতিবছর আমরা এ সপ্তাহব্যাপী কর্মসূচির জন্য অপেক্ষা করি।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম খুরশীদুল আলম অর্ণব ও সংগঠনের এম কেরামত আলী হল শাখার সাধারণ সম্পাদক মো. রায়হানুল ইকবাল ইভান জানান, আমরা ফ্রি ব্লাড গ্রুপিং করেছি ও নতুন সদস্যদের ব্লাড গ্রুপিংয়ের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আগামী ৩০ আগস্ট পর্যন্ত এসব কর্মসূচি চলবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।