ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির নৃবিজ্ঞান বিভাগে পরিচ্ছন্নতা কর্মসূচি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
কুবির নৃবিজ্ঞান বিভাগে পরিচ্ছন্নতা কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার  (২৬ আগস্ট) দুপুরে অ্যানথ্রোপোলজি সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



এ সময় বিভাগের বিভিন্ন স্থানে ঝাড়– দেওয়া ও টবে ফুলের চারা রোপণসহ নানা কর্মসূচি পালিত হয়।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান মো.  আইনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাসেদ মাহমুদ, সংগঠনের সহ সভাপতি ও বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. খাইরুল এমদাদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।