ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিনকে মারধর, তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিনকে মারধর, তদন্ত কমিটি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিজ্ঞান বিভাগের পরিচালক ড. সুব্রত কুমার দে’কে মারধরের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম এ তদন্ত কমিটি গঠন করেন।



বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমানকে সভাপতি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলুল কাদের চৌধুরীকে এ তদন্ত কমিটির সদস্য সচিব করা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৬ সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে শহরের রাম বাবু রোডের অলকা নদী বাংলা কমপ্লেক্সের সামনে ডিন সুব্রত কুমার দে’কে মারধর করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।