ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
পবিপ্রবিতে বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন

পবিপ্রবি: ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাস শাখার  আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী ক্যাম্পাস শাখা (মূল শাখা) কমিটির সভাপতি এস এম নাদিম হোসেন ও সাধারণ সম্পাদক এস এম খুরশিদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এ কমিটিতে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানিমেল হাজব্রেন্ড্রি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. শরিফুল ইসলাম নাঈমকে আহ্বায়ক ও  ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের লেলিন মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মিনহাজুল আবেদীন সান, নুসরাত জাহান স্বর্ণা, নাদিরা ইমাম নাতাশা, পার্থ ব্যানার্জি, বখতিয়ার কাকী, মো. আরিফুল ইসলাম খান, মো. তৌহিদ কামাল খান, সুরাইয়া আক্তার ইতি, জেরিন জামান, মো. নুর উদ্দীন মিরাজ, এম এ জাবীর, অনিক সরকার, শরিফা সুলতানা, মো. সুমন, মো. ইফতেখারুল হাসান রাফি ও সুমাইয়া ইসলাম তৃপ্তারথী।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।