ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে সমাজবিজ্ঞান গবেষণা বিষয়ক কর্মশালা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
রাবিতে সমাজবিজ্ঞান গবেষণা বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাজবিজ্ঞান গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩১ আগস্ট) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নীলুফার সুলতানার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রফেসর আব্দুল ওয়াদুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

দিনব্যাপী এ কর্মশালায় ৪টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক কেবিএম মাহবুবর রহমান, অধ্যাপক মো. আব্দুল ওয়াদুদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নীলুফার সুলতানা প্রমুখ।

দিনব্যাপী এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।