ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি ঘটনার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

মো. রিয়াজ উদ্দিন রিপন, মাভাবিপ্রবি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
শাবিপ্রবি ঘটনার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের  সামনে এ মানববন্ধন করা হয়।



মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী প্রক্টর সুব্রত ব্যানার্জী ও মো. মনিরুজ্জামান মুজিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।