ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির যাত্রা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির যাত্রা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি (ডিইউসিএস) নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরুর কথা জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা।
 
শনিবার (০৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তারা।


 
সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান রনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাংলাদেশের সংস্কৃতি চর্চার জন্য একটি প্লাটফর্ম দেওয়া এবং তাদের প্রতিভাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকবে এই সোসাইটির।
 
এই সোসাইটির কাজ হবে, বাংলাদেশের গণমাধ্যম ও সংস্কৃতির সাথে সম্পর্কিত প্রতিটি সমৃদ্ধ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করা।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সোসাইটির অভিভাবক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া উপদেষ্টা হিসেবে থাকবেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকরা।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংগঠনের প্রথম কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা।
 
বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এসএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।