ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ২২ শিক্ষার্থী পেলেন হাজী আওলাদ হোসেন ফাউন্ডেশন বৃত্তি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
ঢাবির ২২ শিক্ষার্থী পেলেন হাজী আওলাদ হোসেন ফাউন্ডেশন বৃত্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: কৃতিত্বপূর্ণ ফলাফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন বর্ষের ২২ জন মেধাবী শিক্ষার্থীকে হাজী আওলাদ হোসেন ফাউন্ডেশন বৃত্তি দেওয়া হয়েছে।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।



বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলেন- মিসবাহ্ উদ্দিন, ইসরাফিল হোসেন, সুরাইয়া আহম্মেদ শরিফা, মো. রুবেল মিয়া, আল মামুন, মো. সাদ্দাম হোসাইন, মো. এমরান হোসেন, ফারুক মিয়া, মো. আবু জুবায়ের খান, মো. আল আমিন, কাজী আরিফ, প্রজ্ঞা লাবনী, আবদুল্লাহ আল মামুন, মো. রইছ উদ্দীন, মো. খাদিমুল বাশার, সাবিনা বেগম, মো. হাছিনুর জামান, অলিভিয়া, মো. ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. নূরে আলম জিকু এবং জেসমিন আক্তার রোমানা।

পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, উন্নত সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে জাগ্রত হতে হবে। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে তাদের।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও হাজী আওলাদ হোসেন ফাউন্ডেশনের পরিচালক হাজী মো. তোফাজ্জল হোসেন মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।